শোন বন্ধু শোন-
মৌন কবির নীরব মনের কথা।
কবির হৃদয়ে জমে আছে যত
দুঃসহ আর দারুণ মর্মব্যথা।


আমি দেখেছি কমলকাননে
ফুটে আছে কত ফুল,
জীবন পথে চলতে গিয়ে
করি কত মহা ভুল।
শোন বন্ধু শোন-
মৌন কবির নীরব মনের কথা।
মনের গভীরে জমে আছে
কত দারুণ দুঃসহ ব্যথা।


আমি দেখেছি মাটির ঘরে
ক্ষুধাতুর শিশু কাঁদে,
কাঠের আগুনে জননী তাহার,
বসে বসে ভাত রাঁধে।
শোন বন্ধু শোন-
মৌন কবির নীরব মনের কথা।
মনের গভীরে জমে আছে
কত দারুণ দুঃসহ ব্যথা।


আমি দেখেছি শ্মশান চিতায়
জ্বলে ওঠা মৃতদেহ।
দুঃখের আগুনে পুড়ে যাওয়া
কত ভালবাসা আর স্নেহ।
শোন বন্ধু শোন-
মৌন কবির নীরব মনের কথা।
মনের গভীরে জমে আছে
কত দারুণ দুঃসহ ব্যথা।


দেখেছি আমি, গহন রাতে
আকাশের তারারা জাগে,
জোছনা রাতে চাঁদটাকে যেন
লাল আগুনের মত লাগে।
শোন বন্ধু শোন-
মৌন কবির নীরব মনের কথা।
মনের গভীরে জমে আছে
কত দারুণ দুঃসহ ব্যথা।