আমার মনের আয়নায়
তোমার ছবি দেখতে পাই
লাগল বুঝি হৃদয়মাঝে প্রথম প্রেমের ঢেউ।


আমার দুটি নয়ন মেলে
হৃদয় মনের দরজা খুলে,
শুধু একলা দেখি আমি আর দেখেনা কেউ।


নীড় হারা পাখি আমি আমার তো বাসা নাই।
পথহারা পথিক আমি পথ খুঁজে নাহি পাই।


তোমার মুখের স্মিতহাসি,
হেলায় হার মানায় রবি শশী,
তোমার রূপের রাশি জগত করে আলো।


সুন্দর অধর ও নাসা,
চোখ দুটি ভাসা ভাসা,
বরণ তোমার কালো হলেও দেখতে লাগে ভালো।


দুঃখে ভরা জীবন আমার এ জীবনে সুখ নাই।
কূল ভাঙা ঢেউ আমি স্রোতের টানে ভেসে যাই।


আমার শূণ্য হৃদয় মাঝে,
তোমার গানের সুর যে বাজে,
ভুলিনি আজও তোমায় আমি প্রিয়া।


রাত্তিরে চাঁদ ওঠে,
আকাশে তারা ফুটে,
জোছনায় চেয়ে থাকি পথপানে চাহিয়া।


সুরহারা শিল্পী আমি, আজও তবু গান গাই,
ছন্দহারা কবি আমি, আপন মনে লিখে যাই।


প্রকৃতির কাছে এলে
মানুষ আপন স্বার্থ ভুলে,
পেতে চায় সুখ, শান্তি আর ভালবাসা।


জীবন নিঃশেষ হয়,
স্মৃতি শুধু বেঁচে হয়,
মনে জাগে নিত্য নব আশা, নতুন প্রত্যাশা।