খাঁচায় দেখি
বন টিয়াপাখি,
চির বন্দী হয়ে রয়।


কন্ঠের গান,
হলো অবসান,
কোন কথা নাহি কয়।


প্রতিদিন ওঠে
সুর্য সকালে,
দিন শেষে অস্ত যায়।


খাঁচার ভিতরে
খাঁচার পাখি,
দুঃখে জীবন কাটায়।


রাতের আঁধার
কেটে গিয়ে শেষে,
রাতি হয়ে আসে ভোর,


বদ্ধ খাঁচায়,
দু’নয়নে তাই
ঝরিছে অশ্রু অঝোর।


গঙ্গার জল,
মিশেছে হেথায়,
পদ্মা ও মেঘনায়


দুই বাংলা
হয়েছে স্বাধীন,
বেড়ি আজও তার পায়।


খাঁচার ফাঁকে
দু’চোখে দেখে,
দুই বাংলার মুখ।


খাঁচার ভিতরে,
অনুভব করে,
স্বাধীনতার সুখ।