বুলেটের মুখে থমকে দাঁড়ায়,
ফুলের মত নিষ্পাপ শিশুর দল।
এলো ওরা বন্দুক হাতে নিয়ে,
ওরা ভয়ংকর  মৃত্যুরও চেয়ে।
ওরা দেশের শত্রু, জাতির শত্রু
ওদের কোনদিন করো না ক্ষমা।
ওরা দেশদ্রোহী, ওরা জাতিদ্রোহী
ওরা ভালবাসতে জানে না।
আর তাই- ওদের হিংস্র থাবার
শিকার হল নিষ্পাপ শিশুরা।
নিভে গেল দীপ।


এক বর্বরোচিত শিশুহত্যা;
রক্ত রঞ্জিত ধরণীর ধূলিতে।
নির্মম নিয়তি হাসে খলখল।
মৃত্যুর শিয়রে হায় রে শিশুর দল!
তারপর, রক্তাক্ত কালো ইতিহাস,
নীরবে ফেলে দীর্ঘনিঃশ্বাস!
বুলেটবিদ্ধ শিশুর কান্না...
রক্ত আর রক্ত ...
ফোঁটা ফোঁটা রক্ত...
জমাট বাঁধা অন্ধকারে
আলোর টুকরো উঠল হেসে
আকাশ বাতাস গেল ঝলসে,
হায়রে অবোধ শিশুর দল!
পৃথিবীর প্রতি পদে পদে যে
মৃত্যু এসে হানা দেয়
তা কি জানত ওরা?
কিছুই জানল না। ওদের পাশবিকতায়,
হিংস্র থাবায় জর্জরিত হল
নিষ্পাপ শিশুর দল।
বুলেটের মুখে বিদ্ধ হল
কত শত তাজা কচি প্রাণ।
শিশুদের ক্রন্দনধ্বনি আর আর্তনাদে,
মা বসুন্ধরা আজও কাঁদে, আর কাঁদে।