ক্রিসমাস বড়দিন বর্ষে বর্ষে আসে।
পঁচিশ তারিখ এলে ডিসেম্বর মাসে।
ক্রিসমাস ট্রি সাজানো খোলা বারান্দায়,
দামী দামী কেক কাটে মজা করে খায়।


রঙিন বেলুন কত উড়িছে চৌদিকে,
শিশুগণ সুসজ্জিত, সুন্দর পোষাকে।
ঝোলা কাঁধে স্যান্টাক্লজ, উপহার হাতে,
শিশুদের সাথে মিশে, আনন্দেতে মাতে।


একে একে সবাকারে দেয় উপহার,
ক্রিসমাস বড়দিনে খুশির জোয়ার।
সু-সমাচার, বাইবেল, উপহার নানা,
গীর্জাতে গীর্জাতে হয় যীশুর প্রার্থনা।


পরমপিতা প্রভু যীশু, ঈশামসীহ নাম,
তাঁর সৃষ্ট  চন্দ্র, সূর্য আর ধরাধাম।
এসো ভাই সবে মিলে, এই গান গাই,
জাতে খ্রিস্টান হলেও, মোরা ভাই ভাই।