নতুন সকাল সূর্য ওঠে,
ফুলকলি সব উঠল ফুটে,
                  শীতের সকাল কাপে গরম চা ;


ব্রেড ও কেক-এ মন ভরে না,
পেলে পরোটা দুই-চারখানা,
                      নলেন গুড় আর সাথে আলুভাজা।


হায়রে মরি! একি হলো!
সকাল সকাল বর্ষা নামলো,
                      নববর্ষের নতুন আমেজ সবই হলো মাটি ;


গরম গরম খিচুড়ির সাথে,
পাঁপড় ভাজা রইবে তাতে,
                       স্বাদটি হবে আহা মরি! দারুণ পরিপাটি।


বছরের পয়লা দিনের বনভোজন,
বাইরে যেতে হয় না যে মন,
                           একা একা ঘরে বসে ভাবছি মনে মনে,


রুই মাছের মুড়ো ঘণ্ট,
বেগুন ভাজা, আলুপোস্ত,
                           হলেই তবে চড়ুইভাতি উঠবে দারুণ জমে।