(১)
পাতা ঝড়ে ঝরে পড়ে,
ফুল ফোটে যায় ঝরে,
মুছে যায় চির তরে,
ভালবাসা যায় মরে।
              
             (২)
কচি সবুজ দূর্বা ঘাস,
নীরবে ফেলিয়া শ্বাস,
বেঁচে রয় বারো মাস,
কভু ফেলে দীর্ঘশ্বাস!


           (৩)
এ জীবন সরোবর,
যেন এক খেলাঘর,
বেদনার বালুচর,
ব্যথা দেয় নিরন্তর।


              (৪)
জীবন- কাব্যের কথামালা
জীবন- নাট্যের নাট্যশালা,
জীবন- অবিচারের পাঠশালা,
জীবন- ভাঙা গড়ার খেলা।