কালো বরণ সাঁওতালী এক মেয়ে,
লাল পাড় তার হলুদ শাড়ি গায়ে।
কপালে তার লাল রঙের টিপ,
চুলে বাঁধা নীল রঙের ক্লিপ।


দুই কানে তার দুলছে রূপোর দূল,
খোঁপায় বাঁধা বনের চাঁপা ফুল।
দুই হাতে তার দুটি রূপোর বালা,
গলাতে তার বন ফুলের মালা।


দুই পায়ে তার রূপোর মল বাজে,
বনদেবী আছেন যেন বনের মাঝে।
বনের আঁধারে আলো ফুটবে কবে,
সাঁওতালী মেয়ে কবে বনদেবী হবে?