বাংলার কবি আমি ভাই,
কবিবন্ধু মোর দূরের কবি,
দুই কবির কবিতায় দেখি,
দুই বাংলার একই ছবি।


এপার বাংলা, ওপার বাংলা,
দুই কবি দুই খানে।
গঙ্গা যমুনা, পদ্মা ও মেঘনা,
মিশে আছে যেই স্থানে।


দুই কবি মোরা দুটি ভাই,
গাহি সাম্যের গান।
ভালবাসার অটুট বাঁধনে
বাঁধা দুটি কবির প্রাণ।


মোদের রক্তে নাইকো লেখা,
কে হিন্দু কে মুসলমান?
প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে,
মিলেমিশে আছে দুটি প্রাণ।


এসো হে কবি, প্রাণসখা মোর,
কবি হাফিজুর রহমান!
দেশের সেবায়, জাতির সেবায়,
নিয়োজিত হোক মোদের প্রাণ।


দূরের কবি, দূরে থেকে আজ,
বাড়িয়ে দিয়েছে হাত,
দুই কবি মিলে, কবিতার পাতায়
লিখে কবিতার ধারাপাত।


-বাংলা কবিতার আসরের উদীয়মান কবি হাফিজুর রহমানকে নিয়ে লেখা কবিতা