1
মকর পরবে,
নদীতে মকর সিনান হবে।
জলেতে নেমো না টুসু
নদীতে ভেসে যাবে,
মকর সিনান করে টুসু,
তিল, লাড়ু, পিঠে খাবে।
       2
ও টুসু মা, ও টুসু মা,
আমি তোমার মা হব,
নদীর জলে সিনান করে,
দরোজায় চুল শুকাব।
ও পাড়া যেও না টুসু
ও পাড়া যেতে মানা,
ও পাড়ায় ডাকিনী আছে,
ধরলে পরে ছাড়বে না।


       3
চল টুসু চল খেলতে যাব,
রাণীগঞ্জের বড় তলা,
অমনি পথে দ্যাখায় আনব
কুয়া খাদের জল তোলা।
আমার টুসু রাগ করেছে.
বরকে দিয়েছে আড়ি,
বাপের ঘরে রইবেক টুসু,
যাবেক না শ্বশুর বাড়ি।


(গ্রামবাংলার ভাদু ও টুসু গান আঞ্চলিক ভাষায় গীতি কবিতা।
সারা ভাদ্রমাস ধরে ভাদু পূজা, ও সারা পৌষমাস ধরে
টুসু পূজা করা হয়। পৌষ সংক্রান্তির দিন ভোরবেলায়
মকর স্নান করে টুসুকে ফুল ও মালা
দিয়ে সাজিয়ে টুসুর ভাসান হয়। )