শীতের ধোঁয়াশাময় রাতে,
গোলাপ একাকী শুধু কাঁদে।


ফুল হয়ে জন্মেছিল গোলাপ।
চারপাশে তার কাঁটার ঝাড়
তারে শুধু একদৃষ্টে
চেয়ে চেয়ে দেখে।
ফুল হয়ে জন্মে সে রূপ,
রস, বর্ণ ও গন্ধময়
পৃথিবীতে ছড়িয়ে দিল
তার সৌন্দর্য আর সুগন্ধ।
সব কিছু থেকেও
তার অধিকার কেন নেই
দেবতার চরণ ছোঁয়ার....?


শীতের কুয়াশা ঝরা রাতে,
গোলাপ একাকী শুধু কাঁদে।


বিষাক্ত কীটের দংশনে গোলাপের
পাপড়ি আজ ক্ষত-বিক্ষত।
ঝরে না পড়লেও আগের
সেই জৌলুষ
আজ আর নেই।
প্রদোষকালের ঝঞ্ঝা বাতাসে
গোলাপ ঝরে যায়।
রেখে যায় সদ্য অতীতের
এক বেদনাময় স্মৃতি।


শীতের অশ্রু ঝরা রাতে,
গোলাপ একাকী শুধু কাঁদে।