সময়ের সিঁড়ি বেয়ে,
স্মৃতি থেকে গল্পকথা বলা।
জীবনের পথ ধরে,
লক্ষ্য পথে এগিয়ে চলা।


জীবনের সততা,
ধর্মের মূলকথা,
বেঁচে থেকে বেড়ে ওঠা,
ধর্ম বলে মানবে সেটা।


ছন্দময় এই জীবনগাঁথা,
নিয়ে লেখা যত কবিতা,
বন্ধ হলে আঁখির পাতা,
মরণ বলে মানবে কি তা?


যদি কর পূণ্য কর্ম,
তাকেই বলে ধর্ম,
ধর্মে কর্মে পূণ্য লাভ হয়।


যদি কর পাপ কর্ম,
তাকেই বলে অধর্ম,
জীবনের উদ্দেশ্য তা নয়।


ধর্ম, অর্থ, মোক্ষ, কাম,
জীবনের আর এক নাম।
জীবন মানে চলমান,
মরণপথের যাত্রাধাম।


জীবন হারিয়ে যায়
মরণের অ্যালবামে,
ছায়ার রূপে শত ব্যথা
ঘুরে বেড়ায় ধরাধামে।