ফুল ফোটে.........
অবশেষে ঝরে যায়।
ঝরে যাওয়াটাই নিয়ম।
আজকের ফুটে ওঠা
বাগানের ফুলগুলি
কাল বাসি হয়ে যাবে।
আর নীরব অভিমান ভরে
মাটিতে ঝরে পড়বে ওরা।
অথচ এখানে
রাতের অন্ধকারে
পৃথিবীর রং
ঘন ঘন বদলায়।
বসন্তে ফুল ফোটে,
কোকিল ডাকে,
তারপর একদিন
কালবৈশাখীর
ঝড়ো হাওয়ায়
কোকিল লুকায়,
ফুলগুলি ঝরে পড়ে।
...
ফুল যদি ঝরে যাবে
তাহলে নব নব রূপে
ফোটে কেন?
জীবনটা যদি মিথ্যে হয়
তবে মানুষ ভালবাসার জন্যে
এত ব্যাকুল হয় কেন?
অথবা জীবনটা
যদি স্বপ্ন হয় তবে
সেই সুখ-স্বপ্ন
সত্যি হয় না কেন?
কেন? কেন? কেন?
এটাই জিজ্ঞাসা!
... ... ...
ভালবাসার কীটদষ্ট
ফুলগুলো আজও শুধু কাঁদে।