বাড়ি আমার পাথরচুড়ে, অজয় নদীর বাঁকে,
গাছের শাখায় পাখিরা সব, বাসা বেঁধে থাকে।
গাছের ছায়ায়, মাটির মায়ায়, পরাণ পাগল করে,
আমের শাখে, কোকিল ডাকে, চিত্ত ওঠে ভরে।


ঐ যে দূরে মাঠের পারে, কাঁটা কুলের বন,
নদীর কূলে বাঁধা নৌকা, ভুলায় নয়ন মন।
দোয়েল পাখি বসে গাহে, সবুজ মাঠের আলে,
ফিঙে পাখি বেড়ায় উড়ে, গাছের ডালে ডালে।


ক্লান্ত পাখিরা, বাসায় ফেরে, নামে সাঁঝের আঁধার,
ঢাকের শব্দে মেতে ওঠে গ্রাম, দীপ জ্বলে চারিধার।
সাঁঝের বেলায় তুলসী তলায়, ঘরে ঘরে দীপ জ্বলে,
জোছনার রাশি, ঝরে হাসি হাসি, অজয়নদীর জলে।


মিটিমিটি করে, তারারা হাসে, দূর আকাশের গায়,
রাত কেটে গিয়ে, ভোর হয়ে আসে, প্রভাতপাখিরা গায়।