রাতের আকাশে তারাগুলো সব
মিটিমিটি করে জ্বলে,
নির্জন রাতে ডেকে ওঠে পেঁচা
ছাতিম গাছের ডালে।


জোছনা বিহীন আঁধার রাতি,
ছোট জোনাকিরা দেয় আলো,
চাঁদ নেই আকাশে তবুও
রাত দেখতে লাগে ভালো।


সারা বিশ্ব পড়েছে ঘুমায়ে
শুধু ঘুম নেই মোর চোখে,
বিষন্ন রাত্রি কেঁদে মরে হেথা
এই ঘুমন্ত পৃথিবীর বুকে।


ব্যথায় ভরা হৃদয়ে কবির
জমেছে কান্নার পাহাড়,
রাঁতের আঁধারে কেঁদে মরে
হেথা শুকনো বাঁশের ঝাড়।