খালি হাতে এসেছিলে ভবে,
খালি হাতে ফিরে যেতে হবে,
আমার আমার করে মিছেই কেন ভাবিস মন।


দুদিনেরই আসা যাওয়া,
মিলেমিশে বসে খাওয়া,
ভবের খেলা সাঙ্গ হলে, মুদবি রে দু নয়ন।


জীর্ণ বস্ত্র ফেলে যেমন
মানুষ নতুন বস্ত্র পরে,
দেহ ছেড়ে প্রাণ তেমনি
নতুন জীবন ধারণ করে।


ভবের খেলা খেলতে এসে,
সবাই ফিরে যাবে শেষে,
পড়ে রবে তোর দালানকোঠা, সাধের বাড়িঘর।


বিধাতার এই খেলাঘরে,
জনম মরণ খেলা করে,
জীবনতরী ডুববে একদিন, দুদিন আগে বা দুদিন পর।