বর্ষা বাদল নামল ভারি,
পড়ছে ধ্বসে ঘরবাড়ি,
নদীতে কানায় কানায় বান,
... ... ... মাঝি হয়রান।


নৌকা বুঝি যায় ডুবে,
কালো মেঘ জমেছে পূবে,
মাঝনদীতে এল ঐ তুফান,
... ... ... সাবধান! সাবধান!


নদীর পারে বটের গাছে,
পাখির বাসা হাওয়ায় নাচে,
মাটিতে পড়ে কাতরায়,
... ... ... পাখিদের ছানা।


ঝমাঝম বৃষ্টি ঝরে,
কোথা যেন বাজ পড়ে,
প্রবল বৃষ্টিতে, বাইরে
... ... ...যেতে তাই মানা।