শরত এসেছে            খবর পেয়েছে
            অলিরা করিছে গুঞ্জন।
ফুলের বনে,             শিউলি ফুটেছে,
         বহিছে মন্দ সমীরণ।


টগরের গাছে,         কুঁড়ি ভরে আছে,
        মাধবী ও মালতী লতা।
ভোরের আলোয়,      হেসে কথা কয়,
         কানে কানে কয় কথা।


নয়ন দিঘির           স্ফটিক সলিলে
       পদ্ম শালুক ফুল ফোটে।
মন্দির মাঝে         সকাল সাঁঝে
       জয় ঢাকের শব্দ ওঠে ।


নদীর দু’ধারে         এপারে ওপারে
        সাদা কাশফুল ফোটে।
রাখালিয়া সুরে,       বাঁশি বাজে দুরে,
       মোর চিত্ত ভরে ওঠে।


কচি ধানগাছে,    খেত ভরে আছে,
        সবুজের সমারোহ চারিদিক।
সবুজ ঘাসের পরে,    রাতের শিশির পড়ে
     সূর্যের আলোয় করে ঝিকিমিক।