মায়ের মতো স্নেহময়ী কেহ নাই এ জগতে।
জননী ও জন্মভূমি দুই-ই, বড় যে স্বর্গ হতে।
দুঃখে গড়া জীবন মায়ের সুখ কপালে নাই।
মায়ের মতো স্নেহময়ী কোথায় গেলে পাই?


তাইতো বলি স্নেহময়ী মা কে কেহ কষ্ট দিও না।
ছেলের দুঃখে দুঃখী যেজন, সেই তো ছেলের মা।
কথায় বলে কুপুত্র যদিও হয়, কুমাতা কখনও নয়।
মায়ের আশীষ মাথায় নিয়ে করতে পার ভুবনজয়।


মায়ায় ভরা অন্তর মায়ের, দরদ ভরা তার মন,
মায়ের মতো এই দুনিয়ায় কেহ নাই আপনজন।
মাতৃপূজা কর সবে তাই কর মায়ের আরাধনা।
মায়ের চরণ করলে পূজা, কারো দুঃখ থাকবে না।


এ জগতের পূণ্য তীর্থ মায়ের রাঙা দু’চরণ।
মায়ার ভরা অন্তর মায়ের দরদ ভরা মন।
শত দুঃখ কষ্ট সয়েও হাসি মুখে কথা বলে মা।
মায়ের অন্তরের ব্যথা কাউকে বুঝতে দেয় না।