পূজোর খুশীতে
চিত্ত ওঠে মেতে
পূজো এসে গেল কাছে।


সকাল ও সাঁঝে  
ঢাক ঢোল বাজে
খুশিতে হৃদয় নাচে।


শিউলির গন্ধে
ভরেছে ভুবন,
ফুটেছে টগর কত।


কমল কাননে,
মধু আহরনে,
ধায় অলি শত শত।


সোনা ঝরা রোদ্দুর
বেঁকে পড়ে এসে,
জলে ফোটা পদ্মফুলে।


পাড়ার ছেলেরা,
ঝাঁপ দিয়ে জলে,
ফোটা শালুক পদ্ম তুলে।


সবুজ ধানের খেতে,
আগমনী সুর ভাসে,
পূজোর সানাই বাজে দূরে।


শীতল তরুর ছায়,
আগমনী গান গায়,
বাজে বাঁশি রাখালিয়া সুরে।