মাঠে মাঠে ধান কাটে আমার গাঁয়ের কিষান দল,
ঢেঁকি পেতে ধান ভানে গাঁয়ের কিষানবধূ সকল।
গোলা ভরা ধান আর উঠোনে সোনা ধানের গাদা,
গোয়ালেতে গোরু বাছুর, আছে দড়ি দিয়ে বাঁধা।
কুলো নিয়ে ধান পাছড়ায়, কেষ্ট বালা দাসী,
সকাল সন্ধ্যায় গোরু দোয়, হারানের মাসী।
জাল ফেলে পুকুরে মাছ ধরে গাঁয়ের জেলেরা।
পুকুর ঘাটে চান করে, বাগ্দী পাড়ার ছেলেরা।
পথের পাশে কুকুরগুলো, আপনমনে খেলা করে,
গাঁয়ের বধূ কলসী কাঁখে, জল নিয়ে যায় ঘরে।
ষাঁড় এক শিং উঁচিয়ে, ছোটে লাল ধূলো সরানে,
গোরুগুলো উড়িয়ে ধূলো, ধান বোঝাই গাড়ি টানে।
পথের বাঁকে আঁধার রাতে, শেয়াল ডাকে হুক্কা হুয়া,
হিমের পরশ লাগছে গায়ে, বইছে জোরে হিমেল হাওয়া।
বাঁশ বাগানে চাঁদ উঠেছে, মাথার উপর নীল আকাশে,
ভোরের আলো উঠলো ফুটে, পূব গগনে রবি হাসে।