এই গাঁ এই মাটি, এ গাঁয়ের মানুষ আমার আপনজন,
এ গাঁয়ের জল ও হাওয়ায় পুষ্ট, আমাদের দেহ মন।
এ গাঁয়ের পাশে ছোট নদী এক, বয়ে চলে বারোমাস,
গাঁয়ের চাষীরা রোদে পুড়ে, জলে ভিজে করে চাষ।


গাঁয়ের জেলেরা পুকুর ও ডোবায়, জাল ফেলে ধরে মাছ,
গাছে গাছে দোয়েল ফিঙে, পাখা মেলে করে নাচ।
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল, গোরু চরায় মাঠে মাঠে।
পাড়ার ছেলেরা তালপুকুরে, তেল মেখে সাঁতার কাটে।


গাঁয়ের বধূরা কলসী কাঁখে, জল নিয়ে ঘরে যায়।
শঙ্খচিল ডাক দিয়ে যায়, সুনীল আকাশের গায়।
এ গাঁয়ে রোজ সূর্য ওঠে, পাখির ডাকে হয় ভোর,
গাঁয়ের শীতল তরুর ছায়ায়, সুন্দর ছোট্ট কুটির মোর।


এই গাঁ আমার জন্মভূমি, জন্মেছি মাটি মায়ের কোলে,
বিশ্বমাঝে পেয়েছি তোমায়, মাগো বহু ভাগ্যের ফলে।