কালো কালো
মানুষগুলো,
গায়ে মেখে
কালো ধূলো,
খাদের নীচে নামে
আর ওঠে দলে দলে।


গাঁইতি, শাবল,
ঝুড়ি হাতে,
কয়লা কাটে
দিনে রাতে,
মাথার ওপর কলের
চাকা অনবরত চলে।


সাড়ে আটটার
সিটি বাজে,
সবাই চলে
নিজের কাজে,
মাথায় টুপি, কালো
জুতো পরে পায়ে।


আট ঘণ্টার
লড়াই করে,
সবাই যে যার
ঘরে ফেরে,
দিনরাত গতর খাটে,
পোড়া পেটের দায়ে।