আমার গাঁয়ে দিনের শেষে ক্লান্ত পাখিরা ফেরে বাসায়,
আমার গাঁয়ে ক্লান্ত চাষীরা সবাই ঘরে ফেরে সন্ধ্যায়।
দূরের গ্রামে জ্বলে ওঠে দীপ, শংখের ঝংকার ওঠে,
এক এক করে লক্ষ তারকা, আকাশের গায়ে ফোটে।


জোছনা বিহীন চাঁদের আলো, কুয়াশা ঝরা এই সন্ধ্যায়,
জোনাকি জ্বলে বটের গাছে, ঝিঁ ঝিঁ পোকারা গান গায়।
রাতের আকাশে ওঠে নি চাঁদ, আঁধার ভরা আজি রাতে,
অমানিশার গহন আঁধারে, প্রিয়া নেই কেন মোর সাথে।


আকাশ আঁধারে, কালো মেঘে,  এলো নেমে দুরন্ত ঝড়,
কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ডাল ভেঙে পড়ে মড় মড়।
অশনি ভরা বিদ্যুত করে খেলা সারা কালো আকাশ জুড়ে,
নদীর কাছে শ্মশানঘাটে, রোজ মৃত মানুষের লাশ পুড়ে।


দুর্যোগ ভরা আঁধার রাতে, ঘুম আসে না কবির চোখে,
বাগদী পাড়ায় কুকুরগুলো সারা রাত ধরে শুধু ভোঁকে।