এসো হে বৈশাখ এসো, এসো আজি এ ধরায়,
বৈশাখের দাবদাহে প্রাণ কেঁদে মরে মরুতৃষায়।
শোকাকুল মানব ত্রাহি ত্রাহি রবে করয়ে ক্রন্দন,
তেজোদীপ্ত ভৈরবী মূর্তি লয়ে বৈশাখের আগমন।


এসো হে বৈশাখ, দিকে দিকে শুনি তব আহ্বান,
বিশ্ব নিখিলে তৃষ্ণার্ত মানব গাহে তব বন্দনা গান।
এসো হে বৈশাখ এসো আজি এই ধরিত্রীর বুকে,
রুদ্র প্রখর তেজে দহন করো এ অবনীমণ্ডলকে।


তেজোদীপ্ত তপস্বী বৈশাখ ঋষি আসে ধীরে ধীরে,
বিদগ্ধ চিত্তে চাতকের দল ঊর্দ্ধ আকাশেতে ফিরে।
বৃক্ষশাখে পত্ররাজি সবে সুশীতল ছায়াদান করে,
ক্লান্ত পথিকেরা বসে বৃক্ষচ্ছায়ে ঘর্মাক্ত কলেবরে।


এসো হে বৈশাখ এসো এসো ত্বরা করি এ ধরায়,
বসুধা ডাকিছে ঐ - আয়, ওরে  মোর কোলে আয়।