পঁচিশে বৈশাখে-
যে শিশু জন্ম নিল ধরিত্রীর বুকে।
রবীন্দ্রনাথ তাঁর নাম, তাঁর গান,
অমর কাব্যে পেয়েছেন বহু সম্মান।
অমর লেখনী যাঁর লিখেছে বহু কবিতা,
নাটক আর গীতিকাব্যে পাতার পর পাতা।
গীতাঞ্জলি তাঁরই লেখা কাব্য,
সাহিত্যে নোবেল পুরস্কার শুধু তাঁরই প্রাপ্য।


আজি এই পঁচিশে বৈশাখে,
তাই দিচ্ছে ডাক দিকে দিকে-
এসো হে বিশ্ববরেণ্য কবি!
নিয়ে আসো তব অমর লেখনী,
নীল কালিতে দাও টান,
বিশ্বের মাঝে বেড়ে উঠুক দেশ ও জাতির মান।


এসো হে পঁচিশে বৈশাখ,
নিয়ে আসো জ্বলন্ত সূর্যের
তুষার গলানো দারুণ উত্তাপ,
ঈর্ষা, ভয়, লজ্জা ও গ্লানি মুছে যাক।
পঁচিশে বৈশাখে তাই
দেশ ও দেশের জনগণ  
দিকে দিকে দিচ্ছে ডাক-
এসো হে পঁচিশে বৈশাখ।