আমার গাঁয়ে ছোট মাটির ঘর, আছে সুশীতল ছায়া,
গাঁয়ের মাটিতে জড়িয়ে আছে স্মৃতি-বিজড়িত মায়া।
আমার গাঁয়ে প্রভাত হলে ছোট পাখি গাহে গান,
বটের শাখায় আলোক লুকায়, দিন হলে অবসান।


আমার গাঁয়ে পথের ধারে, বেড়ে ওঠে দূর্বা ঘাস,
নদীর কাছে শ্মশান ঘাটে, প্রতিদিন পুড়ে লাশ।
আমার গাঁয়ে  ক্লান্ত পাখিরা, সন্ধ্যায় বাসায় ফেরে,
জ্বলে ওঠে দীপ প্রতি সন্ধ্যায়, এই গাঁয়ে ঘরে ঘরে।


গাঁয়ের লোকেরা সকালে-বিকালে রোজ কত কাজ করে,
প্রতি সন্ধ্যায় করে গল্প-গুজব, বসে আটচালা ঘরে।
জোনাকি জ্বলে সাঁঝের বেলা ঝিঁঝিঁ পোকা গায় গান,
চাঁদ ডুবে যায় জোছনা লুকায়, রাত হলে অবসান।


জোছনা ঝরে রাতের আকাশে, তারা মিটিমিটি হাসে,
ভোরের বেলায় শিশির ঝরে, কচি কচি সবুজ ঘাসে।