মায়ায় ভরা এ সংসারে কেউ নয়কো আপনজন,
মিছে মায়ায় আবদ্ধ হয়ে থাকিস কেন ওরে মন।
সত্যি কথা বলতে গেলে মনে লাগে বড় ভয়।
মিথ্যা কথা বলার সময় মনে জাগে না সংশয়।


খালি হাতে একদিন তুমি এসেছিলে এই ভবে,
বাড়ি গাড়ি টাকা কড়ি আমার বল কেন তবে।
আমার আমার করে মানুষ জ্বলে পুড়ে হিংসায়,
চিতার আগুনে সবার দেহ জ্বলে পুড়ে হবে ছাই।


মানুষেরে ভালবাস তুমি মানুষকে আপন কর,
মানুষের চেয়ে এই দুনিয়ায় আর কেহ নয় বড়।
মানুষকে তুমি ভালবাস, গাও মানুষের জয়গান,
মানুষের হৃদয় মাঝে আছেন মানুষের ভগবান।


ভালবাসা দিয়ে জয় করা যায়, মানুষের অন্তর,
মন্দিরে কাঁদে পাষাণ দেবতা, অন্তরে তার ঘর।