জামাইষষ্ঠীর দিনে আসবে জামাই বাবাজীবন,
ঘরে ঘরে হচ্ছে তাই, জামাইষষ্টীর আয়োজন।


আনবে বড় দেখে রুই তিন কেজি ওজনের,
বাজারেতে খোঁজ নিয়ো কত দাম ইলিশের।


গলদা চিংড়ি পাবদা কই, এনো ঝোলা ভরে,
শিঙ্গি মাগুর ও কাতলা, চিনবে ভালো করে।


দামী দামী ভালো সন্দেশ রাখবে এনে ফ্রিজে,
রসগোল্লা পানতোয়া যেন থাকে রসে ভিজে।


ভালভাবে হওয়া চাই জামাইয়ের আপ্যায়ন,
ঘরে ঘরে হচ্ছে তাই জামাইষষ্ঠীর আয়োজন।