ডুবে গেছে সূর্য, নামলো আঁধার, বাঁশবাগানের ধারে,
ক্লান্ত পাখিরা বাসায় ফেরে, নৌকা বাঁধা নদীর পারে।
আকাশ ভরা রাতের তারা, ওঠে নিকো চাঁদ আকাশে,
রাতের আঁধারে, সোনাইদিঘির বাঁকে জোনাকিরা হাসে।


ডুবে গেছে সূর্য, নামলো আঁধার, নদীর ধারে শ্মশানঘাট,
মন্দিরে বাজে পূজোর ঘণ্টা, বন্ধ হয়ে গেছে দোকানপাট।
পথের বাঁকে শেয়াল ডাকে, পেঁচা ও বাদুড় উড়ে যায়,
অন্ধকারে গা ছম্ ছম্ করে, দেখি কেউ কোথাও নাই।


ডুবে গেছে সূর্য, নামলো আঁধার, রাতে আসে না ঘুম,
গাঁয়ের রাঙা মাটির পথের ধারে, ঘুমায় রাত্রি নিঝ্ঝুম।
সোনাই দিঘির জলের উপর ঘুমোয় কমল ফুল কলি,
রাতের আকাশ লাল হয়ে আসে, প্রভাতের পথে চলি।