ফুল বাগিচায় ফুটেছে ফুলকলি
অরুণ তপন পূব গগনে হাসে,
ভোরেরবেলা ঝরে রাতের শিশির
উঠোনের ঐ কচি সবুজ ঘাসে।


দিঘির জলে ফোটে কমল কলি
মরাল মরালী জলে সাঁতার কাটে,
রাখাল চলেছে নিয়ে গরুর পাল
গাঁয়ের চাষী লাঙল চালায় মাঠে।


বেলা হল যেই সাড়ে দশটা বাজে
ইস্কুলে যায় পাড়ার ছেলেমেয়ে।
নদীর ঘাটে লোকজনের মেলা
মাঝি চালায় নৌকা বৈঠা বেয়ে।


ভর দুপুরবেলায় ধূ ধূ করে মাঠ
স্নানের ঘাটে  বধূরা করে স্নান,
বিয়ে বাড়ি অতিথির আনাগোনা
মাইকে বাজে হিন্দি ফিল্মের গান।


পড়ে আসে বেলা, ছেলেমেয়েরা
সব ইস্কুল থেকে ফেরে ঘরে ।
বিকেল হল সাড়ে চারটে বাজে
ছুটির ঘন্টা বাজে ঢং ঢং করে।


একটু পরেই দেখি সূর্য হয় লাল
ধীরে ধীরে গগন তলে মেশে,
পাখিরা সব আপন বাসায় ফেরে
ক্লান্ত সূর্য ডোবে দিনের শেষে।