আছে আমাদের পাড়াতে হীরু নামে এক সর্দার,
লাঠি হাতে হাঁকে রাতে “জাগতে রহো!খবর্দার”।
সারা রাত জেগে জেগে গাঁয়ে দেয় সে পাহারা,
ছিঁচকে চোর, দেয় দৌড়, দেখে বিকট চেহারা।


মালকোঁচা মেরে হীরু বাঁধে ধুতিখানা কোমরে,
আদুল গায়ে, খালি পায়ে, লাঠি ধরে শক্ত করে।
রাতবিরেতে কুকুর বেড়াল পালায় লাঠির ভয়ে,
চামচিকে আর বাদুড় ওড়ে মাথার উপর দিয়ে।


একদিন রাতে এলো এক মোটা  কেঁদো বাঘ,
কেঁদো বাঘ দেখে হীরুর হলো যে ভারি রাগ।
বাঁচার লড়াই তরে ঘুরায় লাঠি জোরে জোরে,
বন বন ঘোরে লাঠি, তাই বাঘ পালায় দৌড়ে।


হ্যারিকেন লণ্ঠণটা হীরু ধরে তার নিজ হাতে,
পাহারায় রত হীরু জেগে থাকে রোজ রাতে।