আকাশপারে পশ্চিম কোণে
বর্ষার মেঘ জমছে কালো,
থেকে থেকে ঝলসি উঠিছে
আকাশে বিজলীর আলো।


খেত মাঠ ভরে গেছে জলে
পুকুরের পাড়ে ব্যাঙ ডাকে,
বৃষ্টি বাদল দিনে আকাশে
মেঘ ঢেকে রাখে সূর্যটাকে।


আঙিনায় জল জমে আছে
হাঁটু জল গাঁয়ের রাস্তায় ,
গাঁয়ের আটচালা ঘর ভাঙা
জল জমেছে চণ্ডীতলায় ।


নদীর ওপারেতে নামল বর্ষা
নদীতে আসে প্রবল জোয়ার,
নৌকা চালায় ঘাটের মাঝি
শুরু করে খেয়া পারাপার।


আষাড়ে বাদল নামে গ্রামে
খেত, মাঠ পুকুরেতে জল,
বর্ষার উত্সবে মাতে সবাই
জেগে ওঠে কিষানের দল।