আকাশ জুড়ে আলোর খেলা
চির সুন্দর মোদের বসুন্ধরা,
বাংলার গাছে সবুজ ছায়ায়
সুন্দর ফুল আর ফলে ভরা।


বাংলার গাছে পাখিরা নাচে
দিঘিতে সুন্দর কমল ফোটে।
বাংলার গান গেয়ে চাষীভাই
লাঙল চালায় গোঠে গোঠে।


গোঠের রাখাল বাজায় বাঁশি
কান পেতে শুনি মধুর সুর,
পান্থ গাহে মিঠে সুরে গান
চলে পথে দূর হতে বহুদূর।


বাংলার মাটিতে সবুজ ছায়ায়
বেড়ে ওঠে নরম দূর্বা ঘাস,
প্রাণশীতল করা বহে সমীরণ
মোদের বাংলায় বারো মাস।


বাংলার বাউল একতারা নিয়ে
মনের একতারায় সুর বাঁধে।
আঙিনায় বসে দুঃখিনী মা যে
মাটির হাঁড়িতে ভাত রাঁধে।


বাংলার গাছে পাখিরা নাচে
খসে পড়ে পাতা ঝরে ঝরে,
নদীর কলতানে বিরহ গীতি
সদা ব্যথা দেয় মম অন্তরে।