প্রেমের ঠাকুর এলেন ধরায় বরণ করে নাও।
বাজাও শঙ্খ তোমরা সবাই উলুধ্বনি দাও।।


পাবনা জেলার হিমায়েৎপুর,
জন্ম নিলেন প্রাণের ঠাকুর,
মনোবীনায় বাজে যে সুর,
                          সেই সুরে গান গাও।


প্রেমের ঠাকুর এলেন ধরায় বরণ করে নাও।
বাজাও শঙ্খ তোমরা সবাই উলুধ্বনি দাও।।


যন্ত্রণাময় জীবন আমার,
নি‌ভেছে দীপ সব আশার,
হৃদয়ে জমা ব‍্যথার পাহাড়,
                         আশার আলো দেখাও।


প্রেমের ঠাকুর এলেন ধরায় বরণ করে নাও।
বাজাও শঙ্খ তোমরা সবাই উলুধ্বনি দাও।।


লক্ষ্মণ ভাণ্ডারী বলে,
রাখ প্রভু চরণ তলে,
ভাসি আমি নয়নজলে,
                       আমারে পথ দেখাও।


প্রেমের ঠাকুর এলেন ধরায় বরণ করে নাও।
বাজাও শঙ্খ তোমরা সবাই উলুধ্বনি দাও।।