বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি সুমিত্র দত্তরায় (প্রকৃত নাম সংকেত চট্টোপাধ্যায়) দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


গতকাল ছিল প্রিয়কবির শুভ জন্মদিন। গতকাল তাঁকে উত্সর্গ করে লেখা আমার কবিতাটি আজ প্রকাশ দিলাম।
কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


প্রিয়কবির জন্মদিনে  
            -লক্ষ্মণ ভাণ্ডারী


সুমিত্র দত্তরায় নামে আসরে কবি,
কবিতা আসরে তিনি উদ্ভাসিত রবি।
তব নাম সংকেত চট্টোপাধ্যায় জানি,
কবিতার আসরেতে তিনি মহাজ্ঞানী।


কাল ছিল জন্মদিন প্রিয় কবিবর,
শুভেচ্ছা বার্তায় তব প্রফুল্ল অন্তর।
অবিরাম রত কবি কাব্য চর্চা সার,
কবিরে দিলাম এই কাব্য উপহার।


কত যে কবিতা কবি লিখিলে আসরে,
কাব্য পাঠে সকলের চিত্ত ওঠে ভরে।
অমর লেখনী তব লিখে অবিরাম,
মহান কবিরে আমি জানাই প্রণাম।


কাব্যপ্রিয় তুমি কবি, হে কবিপ্রতীম!
কবিতায় গাহে কবি শুভ জন্মদিন।