প্রণাম তোমায় হে ঠাকুর
        লক্ষ্মণ ভাণ্ডারী


প্রণাম তোমায় হে ঠাকুর
            শ্রী শ্রী ঠাকুর অনুকূল,
চরণপূজা করবো তোমার
            এনেছি পূজার ফুল।


তুমি সৃষ্টি, তুমি স্থিতি,
বন্দনা করি নিতিনিতি,
তুমি হে প্রলয়ের গতি
            তুমি অকূলের কূল।


প্রণাম তোমায় হে ঠাকুর
           শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
            এনেছি পূজার ফুল।


তুমি রাম তুমি কৃষ্ণ
যুগাবতার শ্রীরামকৃষ্ণ
তুমি যীশু, গৌতমবুদ্ধ,
          তুমি প্রভু আল্লা রসুল।


প্রণাম তোমায় হে ঠাকুর
          শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
            এনেছি পূজার ফুল।


তুমি নররূপে ভগবান,
করিলে সত্দীক্ষা দান,
তুমিই যীশু, তুমি রাম,
         অখিল জগতের মূল।


প্রণাম তোমায় হে ঠাকুর
          শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
            এনেছি পূজার ফুল।


তুমি যে জগতের সার,
প্রণাম তোমায় বারবার,
দীক্ষা নিলে ভাঙে সবার
             জীবনে চলার ভূল।


প্রণাম তোমায় হে ঠাকুর
          শ্রী শ্রী ঠাকুর অনুকূল।
চরণপূজা করবো তোমার
            এনেছি পূজার ফুল।