প্রণমি তোমায় দয়াল ঠাকুর
লক্ষ্মণ ভাণ্ডারী


প্রণমি তোমায় দয়াল ঠাকুর
আমায় কর তুমি পার,
যুগে যুগে তুমি এসেছো ধরাতে
মানবে করিতে উদ্ধার।


আসিলে তুমি হে জীবনস্বামী,
বন্দনা তব গাই প্রভুর আমি,
সত্য যুগে তুমি হলে নারায়ণ
ত্রেতায় রাম অবতার,
প্রণমি তোমায় দয়াল ঠাকুর
আমায় কর তুমি পার।
যুগে যুগে তুমি………


শ্রীরাম রূপে তুমি অবতরি,
মারিলে দানব রাবণ অরি,
উদ্ধারিতে পাপীতাপী ভবে
দানবে করিলে সংহার।
প্রণমি তোমায় দয়াল ঠাকুর
আমায় কর তুমি পার।
যুগে যুগে তুমি………


দ্বাপরেতে শ্রীকৃষ্ণ অবতার
করিলে তুমি কংস সংহার
যুগে যুগে এসেছো ধরায়
তুলে নিতে পাপের ভার।
প্রণমি তোমায় দয়াল ঠাকুর
আমায় কর তুমি পার।
যুগে যুগে তুমি………


কলিযুগে শ্রী অনুকূল নামে
জন্মিলে হিমায়েতপুর গ্রামে
তোমার নামে তোমার গানে
ডাকি তোমায় বারে বার।
প্রণমি তোমায় দয়াল ঠাকুর
আমায় কর তুমি পার।
যুগে যুগে তুমি এসেছো ধরাতে
মানবে করিতে উদ্ধার।


প্রণমি তোমায় দয়াল ঠাকুর………