পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দেবীর মন্দির মাঝে পূজার ঘণ্টা বাজে
ঢাকীরা বাজায় জয়ঢাক,
শরতের আগমনে ফুল ফুটে ফুলবনে
শারদ প্রভাতে বাজে শাঁখ।


শারদ প্রভাত বেলা শিউলি ফুটিল মেলা
রাশি রাশি ফুটেছে টগর,
অজয়ের দুইকূলে শোভা দেয় কাশফুলে
দুই কূল শোভে মনোহর।


ভোরের শিশির ঝরে কচি দূর্বা ঘাস পরে
সূর্যের কিরণে তারা হাসে,
শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
দলে দলে সাদামেঘ ভাসে।


সরোবরে শতদল ফুটে সহস্র কমল
পুঞ্জে পুঞ্জে আসে মধুকর,
অলি করে গুঞ্জরণ মধু করে আহরণ
ঢুলে পড়ে ফুলের উপর।


শরতের আগমনী সুমধুর গান শুনি
পূজার সময় এল কাছে,
পূজার আনন্দে তাই খুশিতে নাচে সবাই
পুলকে হৃদয় আজি নাচে।