পূজা এসে গেল কাছে.... খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতে পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
পূবদিকে সোনা রবি উঠে,
ফুটিল কুসুম কলি টগর বকুল বেলি
শিউলির গাছে ফুল ফুটে।


শরতের নীলাকাশে সাদা মেঘমালা ভাসে
বাজে দূরে রাখালের বাঁশি,
দেবীর মন্দির মাঝে ঢাক ঢোল ঘন্টা বাজে
শঙ্খ বাজে বেজে উঠে কাঁসি।


মাটির পাঁচিলে ঘেরা আঙিনার পাশে বেড়া
বেড়ার ধারে ছাতিম গাছে,
ময়না, চড়ুই পাখি কিচিমিচি উঠে ডাকি
বসিয়া তরুর শাখে নাচে।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
গাঁয়ের বধূরা স্নান করে,
মুখ ঢাকি ঘোমটায় রাঙাবধু দ্রুত পায়
জল নিয়ে চলে নিজ ঘরে।


শরতের চাঁদ উঠে কত শত তারা ফুটে
ধরা হেসে উঠে জোছনায়,
রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
লিখিল লক্ষ্মণ কবিতায়।