পূরব দিশায় যবে উঠে দিবাকর,
সোনালী কিরণে হাসে অজয়ের চর।
মাঝিভাই আসে রোজ নদী খেয়াঘাটে,
সারাদিন তরী বায়, ঘাটে দিন কাটে।


কাননে কুসুম ফোটে ছড়ায় সৌরভ,
গাছে গাছে হেরি নব সবুজ বিপ্লব।
সবুজ চাদরে ঢাকা ছোট গ্রামখানি,
আছে সেথা স্বর্গসুখ সুনিশ্চিত জানি।


পথিকের দল আসে দূর গ্রাম হতে,
সারিসারি গরুগাড়ি চলে রাঙাপথে।
অজয়ের নদীঘাটে লোকজন মেলা,
কলরব কোলাহলে কাটে সারাবেলা।


দিন যায় সন্ধ্যা আসে আঁধার ঘনায়,
রাত কাটে ভোর হয় নদী কিনারায়।