রোদন ভরা বসন্তে ডাকে না কোকিল,
আমবনে আজ কেহ ছুঁড়ে নাকো ঢিল।
কুসুম কাননে অলি করে না গুঞ্জন,
রোদন ভরা বসন্তে কেঁদে ওঠে মন।


রোদন ভরা বসন্তে ঝরে গেছে ফুল,
কূল ভাঙা ঢেউ যথা নিত্য ভাঙে কূল।
অজয়ের নদীঘাটে আসে না শালিক,
সরু বালি চর নাহি করে ঝিকমিক।


রোদন ভরা বসন্তে বৃষ্টি আসে নেমে,
বিহগের কলতান সব গেছে থেমে।
শালপিয়ালের বনে নাহি বাজে বাঁশি,
বিবর্ণ পলাশ ফুল ঝরে রাশি রাশি।


প্রিয়ার পরশ আজি সহ্য নাহি হয়,
রোদন ভরা বসন্তে বিদীর্ণ হৃদয়।