সবুজ ছায়াঘেরা গাঁ
-লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গাঁয়ে সবুজের ছায়ে
ছোট ছোট বাড়িঘর,
পূরব আকাশে লাল সূর্য হাসে
ছড়ায় রবির কর।


তরুর শাখায় বিহগেরা গায়
ফুল ফোটে বনে বনে,
ফুলের কাননে যত অলিগণে
ধায় মধু আহরনে।


রাঙাপথ বাঁকে বক ঝাঁকে ঝাঁকে
পাখা মেলে উড়ে চলে,
অজয়ের জলে সাদা পাল তুলে
নৌকা চলে অবহেলে।


সকালে বিকালে আসে যত ছেলে
স্নান সেরে বাড়ি যায়,
কলসী কাঁখেতে আসে বধূ ঘাটে
মুখ ঢাকা ঘোমটায়।


সবুজ ছায়ায় আমাদের গাঁয়
তাল খেজুরের বন,
রাখালিয়া সুরে বাজে বাঁশি দূরে
শুনে খুশি হয় মন।


পড়ে আসে বেলা দিবসের খেলা
অবশেষে শেষ হয়।
রাত হয় সারা অজয়ের ধারা
আপন বেগেতে বয়।