সবুজ গাছের        
ছায়ায় ঘেরা
ছোট এক মাটির ঘরে,


পাঁচিল ঘেরা       
উঠোনে তার
ছোট শিশু খেলা করে।


উঠোনের কাছে
ডালিমের গাছে
ধরেছে ডালিমে রং,


ঘর হতে শুনি         
ইস্টিশনের ঘণ্টা
বেজে ওঠে ঢং ঢং।


গলিপথ দিয়ে
বাঁকাপথ গিয়ে
মিশেছে দিঘির ঘাটে,


পাড়ে তালগাছ
শানবাঁধা ঘাট
ছেলেরা সাঁতার কাটে।


গাঁয়ের বধূরা       
সকালে বিকালে
জল নিয়ে ঘরে যায়,


একতারা হাতে
গাঁয়ের বাউল
মিঠে সুরে গান গায়।


অজয়ের ঘাটে
পড়ে আসে বেলা
সূর্য যায় অস্তাচলে,


নির্জন গাঁয়ে
আঁধার নামে
পাখিদের কোলাহলে।