সন্ধ্যা হয়ে এলো আঁধার ঘনালো
                   জীবনে আঁধার এলো নেমে,
নদীমাঝ থেকে তরীখানি এসে
                   কিনারায় এসে গেলো থেমে।


দুঃখসাগরে আমি ভাসালাম জীবনতরী
ভাসলাম আঁখিজলে সারা জীবন ধরি,
ওগো গুরুহরি, দেহ তব শ্রী চরণতরী,
                     মতি যেন থাকে তব শ্রীচরণে।


সন্ধ্যা হয়ে এলো আঁধার ঘনালো
                   জীবনে আঁধার এলো নেমে।


পরবর্তী অংশ আগামীকাল প্রকাশ দেব। বাংলা কবিতার আসরে সবাইকে জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। সকলের জন্য শুভকামনা রইল। কারো পাতায় আজ যেতে পারি নি। এর জন্য বিশেষভাবে দুঃখিত ।
সাথে থাকুন, পাশে রাখুন। জয় গুরু! জয় গুরু! জয় গুরু!