ঘরের তুলসী তলে
সাঁঝের প্রদীপ জ্বলে
               গগনেতে লক্ষ তারা ফোটে,


দূরে গাঁয়ের মাঝে,
সাঁঝের সানাই বাজে
              পূর্ণিমার চাঁদ হেসে ওঠে।


ফুটফুটে জোছনায়,
শিশু কাঁদে আঙিনায়
              মুদে আসে দুটি আঁখিপাতা।


মাতা লয় কোলে তুলে
শিশু শুয়ে কান্না ভুলে
              মাদুরে শোয়ায় তারে মাতা।


অজয়ের কিনারায়,
নদীকূলে কেউ নাই
              তরীখানি বাঁধা নদী ঘাটে,


নদী ধারে ওই কূলে,
শ্মশানেতে চিতা জ্বলে
              শেয়ালেরা কাঁদে দূরে মাঠে।


রাত কেটে ভোর হয়
প্রভাত হাওয়া বয়,
              নতুন সকাল হয়ে আসে,


পাহাড়ের চূড়া ঘেঁষে
লাল সূর্য ওঠে হেসে
              নিশির শিশির হাসে ঘাসে।