শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (দশম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিউলি ফুটিল যত ঝরে পড়ে কত শত
মাটিতে লুটায় ফুল ঝরে,
কাশবনে কাশ ফুল গন্ধে পরান আকুল
সোনা রোদ অজয়ের চরে।


শরতে নীল আকাশে সাদা মেঘ ভেসে আসে
ইতস্ততঃ ভ্রমিয়া বেড়ায়,
ফুটিল টগর ফুল নয়ন তারা বকুল
বক ফুল ঝরে আঙিনায়।


অজয় নদীর বাঁকে শালিকেরা ঝাঁকে ঝাঁকে
নিত্য আসি করে কোলাহল,
শাল পিয়ালের বনে বাজে বাঁশি আনমনে
বনে কারা বাজায় মাদল।


ক্ষেত ভরা কচি ধান সবুজের অভিযান
জলাশয়ে ফুটেছে শালুক,
ধন্য আমি, ধন্য গ্রাম, গ্রাম মোর জন্মধাম
গর্বে ভরে উঠে মোর বুক।


শরতের দিনে আজি উঠিল ঢোলক বাজি
ঢাকঢোল কাঁসি বাজে আর,
ঢাকীরা বাজায় ঢাক চারিদিকে হাঁকডাক
নাচে তাই হৃদয় আমার।