শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ আকাশে সাদা মেঘ ভাসে
অপরূপ শোভা ধরে,
পূবে রবি হাসে কচি দূর্বা ঘাসে
রাতের শিশির ঝরে।


ফুটেছে চামেলি কেতকী ও বেলি
মাধবী মালতী লতা,
আঙিনার ধারে আছে সারে সারে
সুনীলা অপরাজিতা।


আঙিনার পরে শিউলিরা ঝরে
ফুটেছে টগর ফুল,
রূপে মনোহরা কাশফুলে ভরা
অজয়ের দুই কূল।


মেঠো পথে যেতে প্রাণ উঠে মেতে
প্রাণে প্রাণে দোলা লাগে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
হৃদয়ে পুলক জাগে।


কাজল দিঘিতে শালুক ফুটেছে
পানকৌড়ি রোজ আসে,
আগমনী গানে দোলা দেয় প্রাণে
বাতাসে সে সুর ভাসে।