শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ ( দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সাদামেঘ চলে ভেসে ভেসে,
মেঘে মেঘে রং লাগে বরষার শেষে।
শরতের আগমনে হাসে বসুন্ধরা,
সবুজ ধানের খেত রূপে মনোহরা।


শিউলির বন কাঁপে, সমীরণ বয়,
শিউলির কলি সব বিকশিত হয়।
টগর ফুটিল কত মালতী মাধবী,
পূরব গগনে উঠে শরতের রবি।


সরোবরে ফুটে আছে শত শতদল,
অলি সব গুঞ্জরণ করে অবিরল।
হাঁসগুলি জলে ভাসে কোলাহল করে,
ফুটেছে শালুক কত সেই সরোবরে।


নদীবাঁকে শালবনে সাঁওতালী দল,
বাঁশের বাঁশির সুরে বাজায় মাদল।
অজয় নদীর ঘাটে তার দুই কূল,
দুইধারে কাশবন, ফুটে কাশফুল।