শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাতে রবির আলো ছড়ায় যখন,
শরতের সোনারোদে ভরে উঠে মন।
রাশি রাশি স্বর্ণচাঁপা ফুটে ফুলশাখে,
প্রভাত পাখিরা সব কিচিমিচি ডাকে।


শিউলির ডালে কলি ফুটিল সকলি,
গুঞ্জরিয়া পুঞ্জেপুঞ্জে আসে যত অলি।
ফুটিল টগর আর মল্লিকা বকুল,
দিঘিপাড়ে চারপাশে ফুটে কেয়াফুল।


রাঙাপথে দুইধারে আছে ধানখেত,
ডোবাজলে কোথাওবা দেখা যায় বেত।
শালুক কচুরিপানা ভাসে সেই জলে,
পাশ দিয়ে আঁকাবাঁকা পথ গেছে চলে।


নিশির শিশির সিক্ত হাসে বসুন্ধরা,
অজয়ের দুই কূল কাশফুলে ভরা।
অজয়ের জলধারা চলে এঁকে বেঁকে,
আগমনীসুর ভেসে আসে দূর থেকে।